গোল্ড প্লেটেড গহনা কোথায় পাবেন
বুধবার, অক্টোবর ৫, ২০১৬
বিডিলাইভ ডেস্ক :
কতরকম যে গহনা আছে নারীর সৌন্দর্যে ভূমিকা রাখতে। আসুন জেনে নেই সেগুলো কোথায় পাবো?
আমাদের দেশের ঐতিহ্যবাহী গহনার শো'রুম যেমন- পূরবী জুয়েলার্স, আপন জুয়েলার্স, সানন্দা জুয়েলার্সসহ নাকসাতরা গোল্ড, নিউ জড়োয়া হাউস, জেমস গ্যালারিতে।
এছাড়াও মৌচাক মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, মেট্রোশপিং মল, রাপা প্লাজা, মাসকট প্লাজা, ইস্টার্ন প্লাজা ও বসুন্ধরা সিটিসহ অন্যান্য মার্কেটে।
বর্তমানে গহনার ডিজাইন অনুযায়ী দাম নির্ভর করে। সাধারণত রূপার গোল্ড প্লেটেড গহনার দাম ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
ঢাকা,
বুধবার, অক্টোবর ৫, ২০১৬ (বিডিলাইভ২৪) //
এই লেখাটি ২৮৫২ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন