জেনে নিন ডেলের কোর-আই সেভেন ল্যাপটপের দাম
সোমবার, অক্টোবর ১০, ২০১৬
বিডিলাইভ ডেস্ক :
বাংলাদেশের বাজারে এসেছে ডেলের ল্যাটিচিউড সিরিজের ই৭৪৭০ মডেলের কোর আই-সেভেন ল্যাপটপ। এটি নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
ইন্টেল কোর আই-সেভেন ৬৬৫০ইউ মডেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরফোর র্যাম (২,১৩৩ মেগাহার্টজ), ৫১২ গিগা এসএসডি, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ এবং ৫৪০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড।
সেই সাথে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।
বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।
ঢাকা, সোমবার, অক্টোবর ১০, ২০১৬ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ৫৯০৭ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন