শীতের আগেই শুরু হোক ঠোঁটের যত্ন
মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০১৬
বিডিলাইভ ডেস্ক :
শীত আসার আগেই ঠোঁট ও ত্বকে অনুভব করা যাচ্ছে রুক্ষতার ছোঁয়া। ঠোঁটের সুরক্ষায় এখন থেকেই তাই খানিকটা বাড়তি যত্ন নিতে পারেন। জেনে নিন প্রাকৃতিক উপায়ে কীভাবে যত্ন নেবেন ঠোঁটের-
# মধু ও আমন্ড অয়েল
ঠোঁটের মরা চামড়া দূর করতে ৫ ফোঁটা মধু ও ৫ ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক লিপবাম। এটি আঙুলে করে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন একটি নরম টুথব্রাশ অথবা তোয়ালে দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিন।
# গ্রিন টি
ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ১ টেবিল চামচ পানিতে ভিজিয়ে রাখুন। টি ব্যাগ উঠিয়ে ঠোঁটে চেপে নিন বারকয়েক। দূর হবে ঠোঁটের রুক্ষতা।
# শসা
পাতলা স্লাইস করে শসা কেটে ফ্রিজে রাখুন কিছুক্ষণ। ঠাণ্ডা শসার স্লাইস ঠোঁটে চেপে ধরুন। ২ মিনিট পর ধুয়ে ফেলুন ঠোঁট। দেখুন কেমন নরম ও কোমল হয়ে গেছে ঠোঁট।
# চিনি ও অলিভ অয়েল
১ টেবিল চামচ চিনির সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি টুথব্রাশে নিয়ে চক্রাকারে ঘষুন ঠোঁটে। ২ মিনিট পর ধুয়ে মুছে নিন ঠোঁট। ঠোঁটের মরা চামড়া দূর হবে।
# মিল্ক ক্রিম
দিনে দুইবার মিল্ক ক্রিম দিয়ে ঘষুন ঠোঁট। কয়েক মিনিট রেখে ধুয়ে নিন।
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০১৬ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ১১৯৭ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন