চিলিতে দাবানলে ৬ জনের মৃত্যু
শুক্রবার, জানুয়ারী ২৭, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
চিলির মধ্যাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় ছয় জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে চারজন দমকলকর্মী ও দুইজন পুলিশ।
স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ফার্নান্ডেজ মাউলে নদীতে চিলির দুই দমকল কর্মীর লাশ পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় জনে। ন্যাশনাল ফরেস্টি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, কয়েকটি স্থানে দাবানল ১ লাখ ৯০ হাজার হেক্টর এলাকাকে গ্রাস করেছে।
আতঙ্কিত স্থানীয়রা তাদের বাড়িঘর, গবাদিপশু ও ক্ষেত-খামার রক্ষায় আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে।
প্রেসিডেন্ট মিশেল বাচেলেট দাবানল মোকাবেলায় আরো অর্থ ছাড়ের নির্দেশ দিয়েছেন। তিনি একে দেশের স্মরণকালের ভয়াবহতম দাবানল হিসেবে অভিহিত করেন।
জাতীয় জরুরি অফিস জানায়, এই ঘটনায় অন্তত চার হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ঢাকা, শুক্রবার, জানুয়ারী ২৭, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ৮৫৫ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন