ঢাকায় দ্বিতীয়বারের মতো নারীদের ম্যারাথন
সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে উইমেন ম্যারাথন। আগামী ১০ মার্চ হাতিরঝিলে ‘নারীর নিরাপত্তার জন্য ক্ষমতায়ন’ স্লোগানে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন প্রতিযোগীতা।
এবারও সকল শ্রেণি পেশার নারীদের অংশগ্রহণ আশা করছেন আয়োজকরা। তারা জানায়, আমরা বিশ্বাস করি নারীরা এই ম্যারাথনে অংশ নেবেন এবং নিজ নিজ ক্ষেত্রে নিজেদের দক্ষতা তুলে ধরবেন।
এই ইভেন্টটি আয়োজন করছে এভারেস্ট একাডেমি ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এই ইভেন্টে সহযোগিতা করছে।
এই ম্যারাথনে আরও অংশ নেবেন, বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দলের সদস্যরা। বিভিন্ন দুতাবাসের নারী রাষ্ট্রদূত ও অভিনয়শিল্পীরা।
ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০১৭ (বিডিলাইভ২৪) //
আর কে
এই লেখাটি ২৩৭১ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন