বার্ডিচকে হারিয়ে সেমিফাইনালে ফেদেরার
শনিবার, এপ্রিল ১, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
কষ্টার্জিত জয়ে পুরুষ এককে মিয়ামি ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। কোয়ার্টারফাইনালে ফেদেরার হারিয়েছেন দশম বাছাই চেক প্রজাতন্তের টমাস বার্ডিচকে।
সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে বার্ডিচের চেয়ে বেশ এগিয়েই আছেন ফেদেরার। এমন পরিসংখ্যান নিয়ে বার্ডিচের বিপক্ষে শেষ আটের লড়াই শুরু করেন ফেদেরার। প্রথম সেট জিতে শুরুটা ভালোই করেছিলেন তিনি। প্রথম সেট ৬-২ গেমে জয়লাভ করেন তিনি।
অবশ্য পরের সেটেই ঘুরে দাঁড়ান বার্ডিচ। ৬-৩ গেমে দ্বিতীয় জিতে দারুণভাবে লড়াইয়ে ফিরেন। প্রথম দুই সেটে ফেদেরার ও বার্ডিচের লড়াই পরখ করা না গেলেও, তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই করেন ফেদেরার ও বার্ডিচ। ট্রাইব্রেকারে গড়ানো সেটটি শেষ পর্যন্ত জিতে যান ফেদেরারই। ৭-৬ (৮/৬) গেমে তৃতীয় ও শেষ সেট জিতে সেমিতে নাম খেলান ফেদেরার।
ম্যাচ শেষে ফেদেরার বলেন, ‘শেষ সেটে ভাগ্য আমার সহায় ছিলো বলেই সেমিতে উঠতে পেরেছি। ম্যাচ জয়ের জন্য নিজেকে উজার লড়াই করেছি।’
ঢাকা, শনিবার, এপ্রিল ১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ৮১৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন