বেশিরভাগ শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখেন। কিন্তু সবসময় সে ইচ্ছা পূরণ হয় না। তবে যারা এখন বিদেশে পড়তে যেতে ইচ্ছুক তাদের জন্য সুখবর আছে। বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিয়েছে দক্ষিণ কোরিয়া।
কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। স্কলারশিপের আওতায় কোন টিউশন ফি দিতে হবে না। এছাড়া মাসে মাসে বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ হাজার টাকা দেয়া হবে। এর সঙ্গে থাকছে বিমান টিকিটসহ নানা সুবিধা।
কোর্স: স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। বিশ্ববিদ্যালয়টি মিউজিক, ড্রামা, ফিল্ম, টিভি এণ্ড মাল্টিমিডিয়া, নাচ, ভিজুয়াল আর্টে পড়াশোনার সুযোগ রয়েছে।
বৃত্তি: প্রতিমাসে আপনি বাংলাদেশি ৫৬ হাজার ৯৪২ টাকা দেওয়া হবে। বিনামূল্যে কোরিয়ান ভাষা শেখানো হবে।
নিয়মিত সেমিস্টারে থাকলে কোন টিউশন ফি লাগবে না। এছাড়া থাকছে মেডিকেল ও বিমান টিকিটের ব্যবস্থা।
আবেদনের সময়: চলতি বছরের ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন করতে বিস্তারিত জানতে ক্লিক করুন: http://scholarship-positions.com/korea-national-university-arts-scholarship/2017/03/18/অ্যাপ্লিকেশন ফরমের জন্য ক্লিক করু: http://karts.ac.kr:8090/স্কলারশিপ লিংক: http://karts.ac.kr:8090/?MID=htmlContent&IDX=375