অ্যাডিডাসের থ্রিডি প্রিন্টেড জুতো!
মঙ্গলবার, এপ্রিল ১১, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
জার্মানির ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস শুক্রবার থ্রিডি প্রিন্টেড সোলের নতুন স্নিকার উন্মুক্ত করেছে। ডিসেম্বর নাগাদ রিটেল স্টোরে ‘ফিউচারক্রাফট ৪ডি’ নামের স্নিকারটি পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটি সামনের বছর বড় পরিসরে ‘ফিউচারক্রাফট ৪ডি’ উৎপাদন করবে। ২০১৮ সালের শেষ নাগাদ ১ লাখ জোড়া স্নিকার উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। তবে এই স্নিকার কোথায় উৎপাদন হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
সিলিকন ভ্যালির স্টার্ট-আপ ‘কার্বন’-এর সঙ্গে অংশীদারিত্বে এডিডাস এই জুতা তৈরি করছে। অ্যাডিডাস স্টার্ট-আপটির নতুন ডিজিটাল লাইট সিন্থেসিস প্রযুক্তি ব্যবহার করছে এই স্নিকারে।
অ্যাডিডাস ছাড়াও এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নাইকি, আন্ডার আরমর এবং নিউ ব্যালান্স-এর মতো প্রতিষ্ঠানগুলোও ৩ডি প্রিন্টিং নিয়ে পরীক্ষা চালাচ্ছে। সূত্র: সিএনএন
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ২৮৪৯ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন