মালিতে জিহাদিদের হামলায় ৯ সৈন্য নিহত
বুধবার, মে ৩, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার জিহাদিদের হামলায় নয় সৈন্য নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে।
ওই অঞ্চলে ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর কমান্ডার একথা জানান। তিনি বলেন, বারকিনা ফাসো সীমান্তের কাছে একটি অভিযান চালানো হচ্ছে।
মালির বাণিজ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র আব্দেল করিম কোনাতে এক বিবৃতিতে বলেন, ‘দোগোফ্রি ও নামপালার মধ্যবর্তী স্থানে জাতীয় সশস্ত্র বাহিনীর সরবরাহ মিশনের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে।’
তিনি একে একটি ‘কাপুরুষোচিত ও বর্বরোচিত আচরণ’ হিসেবে অভিহিত করে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমাদের ও আমাদের অংশীদারদের প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।’
এর আগে মালির সামরিক বাহিনী জানায়, মধ্যাঞ্চলীয় সেগোউয়ে এই হামলা চালানো হয়েছে। এতে আট সৈন্য নিহত ও অপর চার জন আহত হয়েছে।’
সৈন্যদের গাড়ি একটি মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালায়।
ঢাকা,
বুধবার, মে ৩, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ২৪৯৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন