ফ্রান্সে প্রবাসী তরুণদের সংগঠন এফজিএফ গ্রুপের যাত্রা শুরু
সোমবার, মে ১৫, ২০১৭
প্রবাসী ডেস্ক :
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী উদীয়মান তরুণদের নিয়ে ব্যতিক্রমি সংগঠন এফজিএফ গ্রুপের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। সততা, সহযোগীতা, সহমর্মিতা আর ভ্রাতৃত্ববোধ বন্ধনের স্লোগানকে সামনে রেখে প্যারিসে আনুুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো উদীয়মান তরুনদের ফ্রেন্ডশিপ গ্রুপ ফ্রান্স এফ জি এফ।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় প্যারিসের গার্দো নর্দের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক সদস্য সভা। সভায় উদ্যোক্তা জয় শিকদারের সভাপতিত্বে ও ইয়াছিন মোহাম্মদ সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন হাসান হাওলাদার, শাহীন মোল্লা, আল কাউছার, কবির হোসেন, শহিদুল ইসলাম মামুন ঢালী, শামীম মিয়া, হাবিবুর রহমান প্রমুখ।
এসময় তারা ফ্রান্সে নতুন আগতদের প্রবাসী বাংলাদেশীদের ডমিসিল সমস্যা, বেকারদের চাকুরীতে সহযোগীতা, প্রবাসে মৃত্যুবরণ করলে মৃত ব্যাক্তির লাশ দেশে প্রেরণে আর্থিক সহযোগিতা প্রদানসহ এফ জি এফ এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
এফজিএফ-এর মূল প্রতিপাদ্য বিষয়গুলো নিম্নরূপ:
১. ফ্রান্সে নতুন আগতদের সম্পূর্ণ ফ্রি গাইড করা।
২. বেকারদের জন্য চাকুরির অনুসন্ধান করা।
৩. মৃত দেহ বাংলাদেশ প্রেরণে সহযোগীতা করা।
৪. ডমিসিল সমস্যা সমাধান করা।
৫. কমিউনিটি কল্যাণে সহযোগিতা করা।
৬. কমিউনিটিকে সাথে নিয়ে ভিনদেশীদের কাছে দেশীয় সংস্কৃতি উপস্থাপন করা।
৭. মাদকমুক্ত যুব সমাজ গড়া।
সর্বশেষে সবার সম্মতিতে সভা থেকে আগামী ঈদের পর বৃহৎ অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক ও কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা, সোমবার, মে ১৫, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ২৩৫৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন