আগামীকাল হলিউড-বলিউডের লড়াই
বৃহস্পতিবার, জুন ৮, ২০১৭
বিনোদন ডেস্ক :
টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে অ্যাকশন-রোমান্স ফিল্ম ‘রাবতা’।
দীনেশ বিজনের পরিচালনায় নির্মিত বলিউড সিনেমা ‘রাবতা’ আগামীকাল ৯ জুন মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, কৃতি সানোন, জিম সার্ভ, বরুণ শর্মা, রাজকুমার রাও এবং একটি বিশেষ ভূমিকায় দীপিকা পাডুকোন।
অডবল মোশন পিকচার্সের ব্যানারে বলিউড সিনেমা ‘বেহেন হোগি তেরি’ও আগামীকাল মুক্তি পাচ্ছে। অজয় কে পান্নালালের পরিচালনায় অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রুতি হাসান। রোমান্টিক কমেডি এই সিনেমায় আরো রয়েছেন গৌতম গুলেটি, হেরি টাঙরি, গুলশান গ্রোভার এবং রাজনীত।
অপর দিকে দর্শকদের অন্যরকম এক আকর্ষণ টম ক্রুজের আলোচিত সিনেমা ‘দ্য মাম্মি’ও একই দিনে মুক্তি পাচ্ছে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া পর্দা কাঁপানো হলিউড ব্লকবাস্টার সিনেমা 'দ্য মাম্মি' আবারও দর্শকদের সামনে আসছে নতুন রূপে।
ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরো রয়েছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো, অ্যানাবেল ওয়ালিস, সোফিয়া বাউতেলা। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যালেক্স কার্টজম্যান।
ঢাকা, বৃহস্পতিবার, জুন ৮, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ১০৪৬ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন