আসিফের কণ্ঠে রাফাতের ‘আসলে কেউ সুখী নয়’
শুক্রবার, জুন ৯, ২০১৭
কাহহার সামি :
শিল্পী শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতায়োজনে নতুন গানে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। ‘আসলে কেউ সুখী নয়’ নাম শিরোনামের ছবির টাইটেল সং হতে যাচ্ছে গানটি। শিরোনামের এ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘রাফাত এই সময়ের অন্যতম প্রতিভাবান শিল্পীদের মধ্যে একজন। গানটির কথা যেমন সুন্দর ঠিক তেমনি রাফাত গানটির সুরও খুব সুন্দর করেছে। গানটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে। রাফাত এবং ছবিটির সংশ্লিষ্ট সবার জন্য রইলো শুভকামনা।’
গানটি সম্পর্কে রাফাত বলেন, ‘আসিফ ভাই আমার খুবই প্রিয় এবং শ্রদ্ধাভাজন একজন। আমার সুর করা গানে তিনি কণ্ঠ দিয়েছেন -এটা আমার জন্য বিশাল পাওয়া। আজ আমার শিল্পী জীবনের একটি বড় স্বপ্ন পূরণ হলো।’
আসিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, আসিফ ভাইসহ এই ছবির প্রযোজক-পরিচালক সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি কাজের সুযোগ করে দেয়ার জন্য। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে গানটি।
ঢাকা, শুক্রবার, জুন ৯, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ২৯৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন