সোমালিয়ায় জঙ্গি হামলায় ৭০ সেনা নিহত
শুক্রবার, জুন ৯, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
সোমালিয়ার আল শাহবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত ৭০ জন সেনাকর্মী নিহত হয়েছে।
সোমালিয়া সরকার এই খবর নিশ্চিত করেছে।
এই হামলাটি হয়েছে সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আফ উরুর সেনা ক্যাম্পে।
হামলা শুরুতেই বিস্ফোরণ ঘটানো হয়। তারপর সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা।
নাশকতার জেরে সোমালিয়ায় জারি হয়েছে কড়া সতর্কতা। রাজধানী মোগাদিশুর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আল কায়দার শাখা সংগঠন হিসেব কুখ্যাত এই আল শাহবাব। সোমালিয়ার মাটিতে একাধিকবার জঙ্গি হানা ঘটিয়েছে এই সংগঠন। তাদের হামলায় বারে বারে রক্তাক্ত হয়েছে দেশটির রাজধানী মোগাদিশু। এবার তারা হামলা চালাল সেনা ছাউনিতে।
ঢাকা, শুক্রবার, জুন ৯, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ২৮৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন