সোমালিয়ায় ত্রাণ নিয়ে সংঘর্ষে নিহত ১৪
রবিবার, জুন ১১, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
সোমালিয়ায় ত্রাণ নিয়ে সেনাদের সাথে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।
শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বাইদোয়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, বিভিন্ন দাতব্য সংস্থার পাঠানো ত্রাণ, বিতরণের সময় কয়েকজন সেনা উদ্বাস্তুদের দেয়া হবে বলে কিছু ব্যাগ সরানোর চেষ্টা করলে অন্যরা বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
দেশটিতে খরার কারণে খাদ্য সঙ্কট দেখা দেয়ায় প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে মানুষ রাজধানী মোগাদিসু, বাইদোয়াসহ বড় শহরের দিকে ছুটছেন।
ঢাকা, রবিবার, জুন ১১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ২১২৮ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন