সন্তানের কাছে হাড়কিপটে হিসেবে পরিচিত শামসুজ্জামান
সোমবার, জুলাই ২৪, ২০১৭
কাহহার সামি :
মিডিয়া জগতের অতি পরিচিত মুখ অভিনেতা এ টি এম শামসুজ্জামান। মিডিয়ার সব সাকোতে যার অবাদ বিচরণ। সেই তিনিই নিজ তিন সন্তানের কাছে একজন হাড়কিপটে মানুষ হিসেবে পরিচিত।
এটা তার বাস্তব পরিচিত না। অভিনয়ের খাতিরে এমন হাড়কিপটে বাবার চরিত্র নতুন ধারাবাহকি নাটক ‘ছলে বলে কৌশলে’তে দেখা যাবে এ শক্তিমান অভিনেতাকে।
সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম, টুটুল চৌধুরী, আনন্দ খালেদ, চিত্রলেখা গুহ, রোজী সিদ্দিকী, শম্পা রেজা, সানজিদা প্রীতি সহ আরো অনেকে।
কমেডি ধাঁচের এই ধারাবাহিকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তু। ন্যাশনাল টেলিফিল্মসের পক্ষে প্রযোজনা করেছেন জান্নাতুল টুম্পা।
নির্মাতা সুমন বলনে, নাটকের গল্পে এটিএম শামসুজ্জামান একজন কৃপণ বাবা। তার কাছ থেকে দরকারি টাকাও পাওয়া যায় না। এ নিয়ে সন্তান আফরান নিশোর অবস্থা সহজেই অনুমেয়। নিশো কিছু একটা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে ব্যবসার কাজে অর্থকড়ির প্রয়োজনে বাবার কাছে হাত পাতে। কিন্তু বাবা নারাজ। নিশো পরিবারের অন্যদের সহায়তায় ‘ছলে বলে কৌশলে’র আশ্রয় নেয়। এসব নিয়ে ঘটতে থাকে বিভিন্ন মজার ঘটনা।
নাটকটি আগামী ২৬ জুলাই বুধ ও বৃহস্পতিবার রাত ৮.০০ টায় প্রচার হবে বলে জানা যায়।
ঢাকা, সোমবার, জুলাই ২৪, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ৭৮৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন