ইউটিউবে জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খানের নতুন গান ‘ছেড়ো না’ প্রকাশ পেয়েছে। এটা হৃদয় খানের ‘মেয়ে’ অ্যালবামের আরো একটি গান। এ পর্যন্ত এসেছে তিনটি গান— প্রথমটি ‘বাংলাদেশ’, দ্বিতীয়টি ‘জানি না বুঝি না’ আর এবার এসেছে ‘ছেড়ো না’।
২৪ জুলাই রাতে সংগীত মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। এখানে মডেল হয়েছে হৃদয় খান নিজেই। সঙ্গে আছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। সম্প্রতি ‘নবাব’ ছবিতে কাজ করেছেন তিনি।
‘ছেড়ো না’ গানের কথা লিখেছেন মিলন মাহমুদ, সুর ও সংগীতায়েজন করেছেন হৃদয় খান নিজেই। গান ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
হৃদয় খান বললেন, ‘গানটির ভাবনা নিয়ে মিলন মাহমুদের সঙ্গে অনেক কথা বলেছি। গানটা তিনিই লিখেছেন। কাউকে উদ্দেশ্য করে নয়, গানটির কথা সবার জন্য।’
জানালেন, ঈদুল আজহা উপলক্ষে শ্রোতাদের এই গানের ভিডিওটি উপহার দিয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গানটি এ পর্যন্ত ৩ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এ এম এই লেখাটি ১৭৬৫ বার পড়া হয়েছে