১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতজনপ্রিয় হলিউড সিনেমা 'ওয়ান্ডার ওম্যান'র ফ্যানদের জন্য এক দারুণ সংবাদ নিয়ে এলো প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস।
আজ মঙ্গলবার ওয়ার্নার ব্রস জানিয়েছে, সিনেমা হলে 'ওয়ান্ডার ওম্যান ২' আসছে আগামী ২০১৯ সালের ১৩ ডিসেম্বর।
সিনেমার দ্বিতীয় কিস্তিতেও স্বচরিত্রে হাজির হবেন অভিনেত্রী গ্যাল গ্যাডট। পরিচালক প্যাটি জেনকিনস সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনায় ব্যস্ত রয়েছেন।
চলতি বছরের ২ জুন মুক্তি পাওয়া 'ওয়ান্ডার ওম্যান' সিনেমাটি এখনো বক্স-অফিস দাপট দেখিয়ে চলছে। 'গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম ২'কে পিছনে ফেলে গ্রীষ্মে মুক্তি পাওয়া সেরা সিনেমার তকমা পায়। এছাড়া এই বছরে আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিনেমাটি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন