দীর্ঘদিন পর ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত গায়িকা লিজার নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।
১ আগস্ট সন্ধা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘মন বড় অবুঝ’ শিরোনামে গানের ভিডিওটি।
‘মন বড় অবুঝ কেন হাই, যে আমার নই মন তাকে চায়, রাত শেষে ভাঙে যত ভুল, এই মনটা একা কেঁদে যায়, ভালোবাসি ভালোবাসি কেন সেই বোঝে না...’ এমন কথায় গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। গেল বছর রোজা ঈদ উপলক্ষে লিজা ও নদীর গাওয়া প্রথম ডুয়েট অ্যালবাম ‘চাঁদমুখ’ প্রকাশ পায় জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সেই অ্যালবামেরই গান ‘মন বড় অবুঝ’। মিউজিক ভিডিওটি পরিচালনা ও সম্পাদনা করেছেন খান মাহি। মডেল হয়েছেন শিল্পী নিজেই।
ভিডিওটি নিয়ে লিজা বলেন, ‘মন বড় অবুঝ’ দেথে নিজেকে চিন্তে পারছিনা। এতো সুন্দর মিউজিক ভিডিও এর আগে হয়নি আমার। ভালো লিখেছেন জিয়াউদ্দিন আলম এবং খুব মধুর সুর করেছেন রেজয়ান শেখ। ‘মন বড় অবুঝ’ গানটির গতকাল রাতে মিউজিক ভিডিও প্রকাশ করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
তিনি আরো বলেন, ‘এছাড়াও ‘চাঁদমুখ’ অ্যালবামের ‘সুরে আঁকা’ শিরোনামের গানটি লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। জিয়াউদ্দিন আলম এর কথায় গানটি শ্রোতারা খুবই প্রসংশা করেছেন। আশা করছি ‘মন বড় অবুঝ’ গানটিও তাদের ভালো লাগবে। প্রায় দুই বছর পর নতুন মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে।’
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ এই লেখাটি ৭৭৭ বার পড়া হয়েছে