নিজের চেয়েও লম্বা চুল চীনা নারীর
শনিবার, আগস্ট ৫, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
চীনের হেনান প্রদেশের জোয়াঙজু শহরে এক নারীর ছবি স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। তবে চেহারার জন্য নয় বরং তার নিজের উচ্চতার চেয়ে দীর্ঘ চুলের জন্য আলোচনায় এসেছেন ঐ নারী। তিনি তার চুলের ছবি অনলাইনে আপলোড করার পর তা সাড়া ফেলে।
ফ্যান লিলি নামের ৪৯ বছর বয়সী এ নারী সর্বশেষ ২৫ বছর আগে তার চুল কেটেছিলো। বর্তমান তার চুল ১.৯৩ মিটার লম্বা। যখন তিনি বাইরে যান তখন তাকে দেখার জন্য লোকজন ভিড় করে এবং লোকজন তাকে তার চুলের বিষয়ে একের পর এক প্রশ্ন করে।
ফ্যান লিলি বলেন, একটি কয়েনের যেমন দুটি পিঠ থাকে। তেমনি চুলের বিষয় নিয়ে আমাকে ভালো এবং মন্দ উভয় কথায় শুনতে হয়। অনেকে এটা নিয়ে ঠাট্টা করে।
তিনি বলেন, আমি প্রতিদিন দেড়ঘন্টা ধরে চুল ধৌত করি এবং প্রতিবার আমার ২০০ মিলিমিটার শ্যাম্পু খরচ হয়। কখনো হেয়ার ড্রায়ার ব্যাবহার করেননা বলেও জানান তিনি।
ফ্যান লিলি তার চুলে কোনো প্রকার কাঁচি লাগাতে চাননা। তিনি দেখতে চান তার চুল কত লম্বা হতে পারে।
ঢাকা, শনিবার, আগস্ট ৫, ২০১৭ (বিডিলাইভ২৪) //
কে এইচ
এই লেখাটি ৭১৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন