চলতি মাসে মুক্তি পাচ্ছে জনপ্রিয় হলিউড সিনেমা 'টার্মিনেটর ২' এর থ্রিডি ভার্সন।
দীর্ঘ ২৬ বছর পর চলতি মাসের ২৫ আগস্ট 'টার্মিনেটর ২: জাজমেন্ট ডে থ্রিডি' মুক্তি দেয়া হবে।
১৯৯১ সালে মুক্তি পায় ভয়ংকর পারমাণবিক যুদ্ধ নিয়ে তৈরি সিনেমা 'টার্মিনেটর ২'। এই সিনেমাটি এমন এক সময় মুক্তি দেয়া হচ্ছে, যখন উত্তর কোরিয়ার পারমানবিক বিষয়টি নিয়ে চারপাশে উত্তেজনা বিরাজ করছে।
সিনেমাটি মুক্তি দেয়ার সময় এখনই বলে জানান নির্মাতা জেমস ক্যামেরুন।
প্রসঙ্গত, এই সিনেমার অভিনয়ে রয়েছেন আর্নল্ড শোয়েজনেগার, এডওয়ার্ড ফার্লং, লিন্ডা হ্যামিলটন এবং রবার্ট পেট্রিক।
এছাড়াও, ২০০৯ সালে মুক্তি পাওয়া বিশ্বজুড়ে সাড়া জাগানো সিনেমা 'অবতার' এর চারটি সিক্যুয়েল নির্মাণের ঘোষনা দিয়েছেন নির্মাতা জেমস ক্যামেরুন। সূত্র: গালফ নিউজ।
ঢাকা, রবিবার, আগস্ট ১৩, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ এই লেখাটি ১৭৩৭ বার পড়া হয়েছে