হয়তো কখনো দেখেননি বা শোনেননি এমন ঘটনা! কিন্তু এমনটাই দেখা গেল ভিডিওয়ের একটা দৃশ্যে৷ জানা যায়, মুম্বইয়ের এক হোটেলে ভিডিওটি ধারণ করা হয়েছে৷
ভিডিওটা দেখলে আতকে উঠবেন যে কেউ৷ হোটেল রুমে থাকা এসি থেকে হঠাৎ মাথা বের করে একটি ইঁদুরকে কামড়ে ধরলো এক সাপ৷ এরপর ধীরে ধীরে সেটিকে নিয়ে গেল এসির মধ্যে৷ মোটের উপর, সেই ভিডিও নাকি ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ে করা৷
আসলে অভিজ্ঞ সাংবাদিক ডেভিড অ্যাটেনবোরোর নামে করা একটি প্যারোডি টুইটার একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়৷
কিন্তু ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস দাবি করেছে, ভিডিওটি মোটেই মুম্বইয়ের কোনো হোটেলের নয়৷ বরং ইউটিউবে দেখা ভিডিওটির বর্ধিত সংস্করণ দেখে অনেকে মনে করছেন ঘটনা চীনের হতে পারে৷
ঢাকা, সোমবার, আগস্ট ১৪, ২০১৭ (বিডিলাইভ২৪) //
আর এ এই লেখাটি ২০০ বার পড়া হয়েছে