আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হলো সুমি আক্তারের একক অ্যালবাম ‘পাতা ঝরা কথা’। গত বৃহস্পতিবার বেইলি রোডস্থ ক্যাফে-৩৩ তে মিডিয়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
দুটি গানের অডিও এবং ভিডিও দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। ভিডিও দুটি পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক শিবরাম শর্মা। গান লিখেছেন কবির বকুল ও আবদুল রশিদ। সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। অ্যালবামটি প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক।
এ প্রসঙ্গে সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, সুমির গায়কি চমৎকার। অ্যালবামের গান দুটি বেশ ভালো হয়েছে। আশা করি সুমি অনেক এগিয়ে যাবে।
সুমি তার গান দুটি নিয়ে বলেন, আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি গান দুটি ভালো করার। ভিডিও নির্মাণে আন্তরিকতার কমতি ছিল না। আমার বিশ্বাস গানগুলো শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্র পরিচালক শাহীন সুমন, প্রযোজক ফরমান আলী, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, সংগীত ব্যক্তিত্ব বাসুদেব ও হাসান মতিউর রহমান প্রমুখ।
ঢাকা, সোমবার, আগস্ট ২১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জে এস
এই লেখাটি ৪৭৭ বার পড়া হয়েছে