রোমান্টিক নাটকে অপূর্ব-তিশা
শুক্রবার, আগস্ট ২৫, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
বর্ষ পাগলের মতো কোমলকে ভালোবাসে। কিন্তু বর্ষর সঙ্গে সম্পর্ক মেনে নিতে নারাজ কোমলের পরিবার। তাই কোমল একদিন পরিবার ছেড়ে বর্ষর কাছে চলে আসে। কোমলের একটাই কথা, সে আর তার পরিবারের কাছে ফিরে যাবে না। প্রয়োজন হলে মরে যাবে। উপায় না দেখে কাজী নিয়ে আসার জন্য বাসা থেকে বের হয় বর্ষ। এদিকে সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে কোমল।
বর্ষর জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে সে। মাগরিবের আজানের শব্দে ঘুম ভাঙে কোমলের। তখন সন্ধ্যা ৬টা, কিন্তু বর্ষ ফিরে আসে না। এভাবেই এগোতে থাকে কাহিনী। অপূর্ব ও তানজিন তিশার নতুন রোমান্টিক নাটকে এ কাহিনী দেখা যাবে। নাটকের নাম ‘মেঘে ভেজা রোদ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।
নাটকটি আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। এখানে কোমল চরিত্রে তানজিন তিশা ও বর্ষ চরিত্রে অপূর্ব অভিনয় করেছেন।
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৫, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এ এম
এই লেখাটি ২৯৩৮ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন