ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন গরুর নাম, দাম, ওজন আগেও যানা গেছে। এদের মধ্যে রয়েছে সুলতান, কালা তুপান ও নবাব। এদের নামের সাথে তাল মিলিয়ে দামটাও ধরা হয়েছে ১২/১৫ লাখ। নবাব ও সুলতানের ওজনও ছিল যথাক্রমে ৩০ ও ২৫ মণ।
কিন্তু এবার ঈদে সব কিছুকে ছাড়িয়ে যাবে গরু সুপারিস্টার 'জন সিনা'। যেমন নাম তেমন দাম। চেহারা ও নামের সঙ্গে মিল রেখে দামও ধরা হয়েছে ১৫ লাখ টাকা। এর ওজনও ৩০ মণের কম নয়।
উন্নত জাতের এই গরুটি পালন করছেন নারায়ণগঞ্জের রুপগঞ্জের খামারী মঞ্জুর আকন্দ। সাড়ে তিন বছর বয়স গরুটির।
খামারী মঞ্জুর আকন্দ বলেন, প্রতিদিন 'জন সিনা'কে গোসল করাতে হয়। সাধারন গরুকে যেই পরিবেশে ও যেই খাবার দেওয়া হয় 'জন সিনা' সেই পরিবেশে ও সেই খাবার খেতে চায়না। আমি যা বলি সে আমার কথা শুনে। তবে মাঝে মাঝে রাগ করলে তাকে আদর করে দিলেই সে খাবার খাবে, অন্য কারো দেওয়া খাবার সে খাবে না।
নাম ধরে না ডাকলে সে সাড়া দেয় না, আমার কথা ছাড়া কারো কথা সে শোনে না। মালিকের চোখে তার গরু 'জন সিনা'ই সেরা।
এদিকে গরুটির সাথে একটি ছাগলও উপহার দিবেন বলে জানান তিনি।
ঢাকা,
বুধবার, আগস্ট ৩০, ২০১৭ (বিডিলাইভ২৪) //
আর এ এই লেখাটি ২০৭১ বার পড়া হয়েছে