যে বয়সে মহিলাদের কাছে বোরিং হয়ে যায় পুরুষ
শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
এয়ারবিএনবি'র গবেষণা থেকে জানা যায়, ২৭ বছর বয়সে পুরুষরা সব থেকে সপ্রতিভ থাকে মনের দিক দিয়ে।
কোনও বাধা বিঘ্নই তখন তাদের আটকাতে পারে না। হঠাৎ করেই এরা বেরিয়ে পড়তে পারে ট্রেকিংয়ের উদ্দেশে। থমথমে গুরুগম্ভীর পরিবেশে মজার মজার গল্প শুনিয়ে সবাইকে হাসিয়ে দিতে পারে।
কিন্তু, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মানুষগুলোই কেমন যেন নিষ্প্রভ হয়ে যায়। জীবনের দায়-দায়িত্ব কাঁধে চড়ার সঙ্গেই তারা যেন একঘেয়ে হয়ে যায়। কয়েক বছর আগের স্বতঃস্ফুর্ত ভাব হারিয়ে যায়। সমীক্ষা অনুযায়ী পুরুষরা সব থেকে বোরিং হয়ে যায় ৩৯ বছর বয়সে।
এয়ারবিএনবি-এর সমীক্ষায় এও বলা হয়েছে, পুরুষদের তুলনায় মহিলারা বোরিং হয় আরও আগেই, ৩৫ বছর বয়সে। কিন্তু, সঙ্গে এও বলা হয়েছে যে, ৩৫ বছর বয়সেই মহিলাদের যৌন আবেদন সব থেকে বেশি হয়।
এয়ারবিএনবি নামে এই ওয়েবসাইটটি ২০০০ জনকে নিয়ে এই গবেষণা পরিচালনা করে।
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ২২৪৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন