তুমি কি নিজেকে মেসি মনে করো?
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
বোমা ফাটানো খবর দিল স্প্যানিশ পত্রিকা ‘এল পাইস’।
স্প্যানিশ সংবাদমাধ্যমটির বরাত দিয়ে ডেইলি মেইল বলছে, মাঠে কথা কাটাকাটির পর ড্রেসিংরুমে ফিরেই নেইমারের ওপর আরও চড়া হয়ে পড়েন কাভানি।
চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া নেইমারকে উদ্দেশ্য করে কাভানি নাকি বলেন, ‘তুমি কে? তুমি কি নিজেকে (লিওনেল) মেসি মনে করো?’
প্রসঙ্গত, লিঁও’র বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে পিএসজির হয়ে ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু নেইমারের স্বদেশী বন্ধু দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। ব্যাপারটি পছন্দ হয়নি কাভানির। বেশ রাগান্বিত হয়ে পড়েন এই উরুগুয়ে ফরোয়ার্ড।
এরপর ম্যাচের ৭৯তম মিনিটে পিএসজি পেনাল্টি পেলে আলভেজ চেয়েছিলেন নেইমার কিক নিক। কাভানি সেটিও হতে দেননি। নিজেই কিক নেন। এনিয়ে ত্রিমুখী তর্কে জড়ান কাভানি, আলভেজ ও নেইমার।
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ২১২৬ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন