এক সিরামিক বাটির দাম ৩১১ কোটি টাকা
বুধবার, অক্টোবর ৪, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
নীল ও সবুজ রংয়ের এই বাটিটি ১৩ সেন্টিমিটারের (৫ ইঞ্চি)। অবিশ্বাস্য হলেও সত্যি এই যে, সিরামিক এই বাটিটি ৩৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থ্যাৎ বাংলাদেশি মুদ্রায় ৩১১ কোটি টাকা বিক্রি হয়েছে।
চীনে এক হাজার বছরের পুরোনো এই সিরামিক বাটিটি নিলামে তোলেন সোথবাই নামে একটি প্রতিষ্ঠান।
জানা গেছে, নিলামে বিক্রি হওয়া বাটিটি আগের সব রেকর্ড ভেঙ্গেছে। এর আগে ২০১৪ সালে মিং রাজবংশের একটি দুর্লভ বাটি ৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়। মি লি নামে এক ব্যক্তি সেটি ক্রয় করেন। সখের বশে দুর্লভ শিল্প সামগ্রী সংগ্রহ করে থাকেন এই ধনকুবের।
সোথবাইয়ের প্রধান নিকোলাস চৌ বলেন, এবারের বাটিটি এত বেশি দামে বিক্রি হবে তা কল্পনাও করতে পারিনি। তবে নিলামে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তা আগেই জানা ছিল।
ঢাকা,
বুধবার, অক্টোবর ৪, ২০১৭ (বিডিলাইভ২৪) //
আর এ
এই লেখাটি ২৫৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন