সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অফিস পিয়ন নিহত
বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০১৭
সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় গাড়ির ধাক্কায় মোঃ মুরাদ হোসেন (২৬) নামে এক অফিস পিয়ন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ হোসেন মাদামবিবিরহাটস্থ চিটাগাং শিপ ব্রেকিং ইয়ার্ডে পিয়ন হিসেবে কাজ করত। তার বাড়ী বাঁশখালী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সে অফিসের জন্য নাস্তা নিতে মাদামবিবিরহাট বাজারে আসে। নাস্তা নিয়ে অফিসে ফেরার পথে একটি দ্রুতগামী লরি তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেল নেওয়ার পথে সে মারা যায়।
নিহতের খবর নিশ্চিত করে স্থানীয় সাবেক মেম্বার খোরশেদ আলম জানান, তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেল নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ১৭৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন