শিক্ষকের বাসায় হামলা: ওয়ার্ড কমিশনার কারাগারে
বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০১৭
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমানের বাসায় হামলা, ভাংচুর, প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের কমিশনার মো. সোহেল রানাকে তার সহযোগীসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ নির্দেশ দেন।
এদিন আদালতে কমিশনার সোহেল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য তারিখ নির্ধারণ করা হয়। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মাটিরাঙ্গা মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমানের বাসায় হামলা, ভাংচুর, প্রাণনাশের হুমকির অভিযোগে মাটিরাঙ্গা পৌরসভার কমিশনার সোহেল রানা ও তার সহযোগী মো. জসিম উদ্দিনকে আসামি করে গত ৪ অক্টোবর মাটিরাঙ্গা থানায় অভিযোগ করেন শিক্ষক হাবিবুর রহমানের স্ত্রী ফরিদা আকতার।
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এ
এই লেখাটি ১৫২ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন