প্রতিযোগিতা চলাকালে ফরাসি সাইক্লিস্ট নিহত
শুক্রবার, অক্টোবর ২০, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
নিউ ক্যালেডোনিয়ায় এক প্রতিযোগিতায় অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষে পেশাদার এক ফরাসি সাইক্লিস্ট নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার দলের এক খেলোয়াড়ের পা ভেঙ্গে গেছে। শুক্রবার আয়োজকরা একথা জানায়। খবর এএফপি’র।
ক্যালেডোনিয়ায় এ ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ম্যাথিউ রিবেল (২০) নিহত হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ ফরাসি ভূ-খন্ডে বার্ষিক এ প্রতিযোগিতা হয়ে থাকে। এ সাইকেল প্রতিযোগিতার দূরত্ব ৮৭০ কিলোমিটার।
দুর্ঘটনায় তার দলের খেলোয়াড় ইরওয়ান ব্রানটার্কের (৩১) এক পা ভেঙ্গে যায়।
নিউ ক্যালেডোনিয়ার আঞ্চলিক সাইক্লিং কমিটির প্রেসিডেন্ট গেরার্ড স্যালাউন বলেন, ‘এ দুর্ঘটনার পর সাইকেল প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। কাল আমরা এ প্রতিযোগিতা পুনরায় শুরু করতে পারবো কিনা তা আমি জানিনা।’
উল্লেখ্য, ৬২ জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্যদিয়ে গত ১৩ অক্টোবর এ সাইকেল প্রতিযোগিতা শুরু হয়।
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২০, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ১৯৬২ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন