রওনক-পিয়া বিপাশার ‘এই জোছনা’
রবিবার, অক্টোবর ২২, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
প্রথবারের মত পিয়া বিপাশার সঙ্গে জুটি বাঁধলেন রওনক হাসান। ‘এই জোছনা’ নামের একটি নাটকে দেখা যাবে এ জুটিকে। সুমন রোজার পরিচালনায় নাটকটির কাহিনী ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।
নাটকটি আরো অভিনয় করেছেন জাহাঙ্গীর হোসেন বাবর, জিদান সরকার, রিতু রহমান, শিখা খান প্রমুখ।
নাটকে বাড়িওয়ালার ইন্টার ফেল বড় মেয়ে ‘রুপা’ চরিত্রে পিয়া বিপাশা ও গ্রাম থেকে আসা তিন নম্বরের জন্য বিএ ফেল করা যুবক ‘এনাম’ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।
পিক্সেল প্রযোজিত নাটকটিতে শহরে চাকরি খুঁজতে এসে মানিয়ে নিতে না পেরে গ্রামে ফিরে গিয়ে জোৎস্না রাতে পাতার বাঁশি বাঁজাতে থাকে এনাম। বাড়িওয়ালার মেয়ে রুপা প্রেমে পড়ে এনামের। তবে গ্রামে গিয়ে থাকতে পারবে না ভেবে ফিরিয়ে দেয় এনামকে। এভাবেই এগোতে থাকে নাটকের কাহিনী।
নাটকটি প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, রওনক ভাই ভালো অভিনেতা। উনার বিপরীতে প্রথম অভিনয় করলাম। অনেক কিছু শিখেছি।
ঢাকা, রবিবার, অক্টোবর ২২, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এ এম
এই লেখাটি ৪০৫ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন