ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বুধবার, অক্টোবর ২৫, ২০১৭
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার নগরভবন কমিউনিটি ক্লিনিকের ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রেজাউল (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
রেজাউল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, ওই এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে রেজাউল নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা,
বুধবার, অক্টোবর ২৫, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ১১৯ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন