মেসিকে পেছনে ফেললেন রোনালদো, কোহলিও এগিয়ে
বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ মূল্যবান ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে। যেখানে লিওনেল মেসির ব্র্যান্ড ভ্যালু ১৩.৫ মিলিয়ন ডলার। মেসির থেকে অনেক এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো ব্র্যান্ড ভ্যালু ২১.৫ মিলিয়ন ডলার।
এদিকে মেসিকে পেছনে ফেলেছেন বিরাট কোহলিও। কোহলির (১৪.৫ মিলিয়ন ডলার) অবস্থান সপ্তম। শীর্ষ দশে গলফ তারকা ররি ম্যাকলরয় ও বাস্কেটবল সেনসেশন স্টিফেন কারির চেয়েও এগিয়ে কোহলি।
ফোর্বসের ব্র্যান্ড ভ্যালুর সেরা দশ ক্রীড়াবিদ:
১. রজার ফেদেরার (৩৭.২ মিলিয়ন ডলার) ২. লেব্রন জেমস (৩৩.৪ মিলিয়ন ডলার) ৩. উসাইন বোল্ট (২৭ মিলিয়ন ডলার) ৪. ক্রিস্তিয়ানো রোনালদো (২১.৫ মিলিয়ন ডলার) ৫. ফিল মিকেলসন (১৯.৬ মিলিয়ন ডলার) ৬. টাইগার উডস (১৬.৬ মিলিয়ন ডলার) ৭. বিরাট কোহলি (১৪.৫ মিলিয়ন ডলার) ৮. ররি ম্যাকলরয় (১৩.৬ মিলিয়ন ডলার) ৯. লিওনেল মেসি (১৩.৫ মিলিয়ন ডলার) ১০. স্টিফেন কুরি (১৩.৪ মিলিয়ন ডলার)।
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭ (বিডিলাইভ২৪) //
পি ডি
এই লেখাটি ১৭১৬ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন