অ্যাকশন-থ্রিলার ধর্মী 'গেম রিটার্নস' ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। কোনো প্রকার কাটছাট ছাড়ায় রোনিও মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির ছাড়পত্র দিয়েছে সেন্সরবোর্ড। আর মুক্তির আগেই প্রকাশ পেলো ত্রিভুজ প্রেমের সিনেমা ‘গেম রিটার্নস’ এর ট্রেলার।
নিরব বলেন, ‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর। ছবিতে দর্শকদের জন্য থাকবে অ্যাকশন-থ্রিলার। সেই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে। এককথায় চমৎকার গল্পে নির্মিত হয়েছে ছবিটি। ছবিটি সবশ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে।’
রয়েল খানের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা-লাবণ্য লি। এই ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ অনেকে। ত্রিভুজ প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত ‘গেম রিটার্নস’ ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।
উল্লেখ্য, ২০১৫ সালের ২ জানুয়ারি রয়েল খান পরিচালিত গেম ছবি মুক্তি পায়।
ট্রেলারটি দেখতে ক্লিক করুন-