বন্দরনগরী চট্টগ্রামে আয়কর মেলা শুরু আগামীকাল
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০১৭
চট্টগ্রাম ব্যুরো :
বন্দরনগরী চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী আয়কর মেলা। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে শুরু হতে যাওয়া এ মেলা ৭ নভেম্বর পর্যন্ত চলবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আগামীকাল বুধবার মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় থাকবে ৪৩টি বুথ। মেলায় ৬০০ কোটি টাকার বেশি আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০১৭-১৮ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দেয়া যাবে মেলায়। ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতাদের রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতাদের রি-রেজিস্ট্রেশন হবে।
রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে আয়কর দেয়া যাবে। অনলাইন রিটার্ন দাখিলের জন্য আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। সোনালী ও জনতা ব্যাংকের বুথে আয়কর জমা দেয়া যাবে এবং ই-পেমেন্টের মাধ্যমেও আয়কর পরিশোধের সুযোগ থাকবে।
এছাড়াও আগামী ৮ নভেম্বর চট্টগ্রাম কর অঞ্চলগুলোর ‘সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে।
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জে এস
এই লেখাটি ২২১ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন