ছেলের বাবা হচ্ছেন মেসি
শনিবার, নভেম্বর ৪, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
কয়েকদিন আগে পরিবারে নতুন অতিথি আসার আভাস দেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ছোটবেলার বান্ধবী অ্যান্তনেলা রোকুজ্জো।
মাতেও ও থিয়াগো নামের দুই ছেলে রয়েছে মেসি-রোকুজ্জো জুটির।
ইনস্টাগ্রামে মেসি ও দুই ছেলেকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন রোকুজ্জো। সেই ছবিতে দেখা যায়, ছেলেদের নিয়ে মেসি তার পেটে হাত রেখে কিছু একটা অনুভব করছে। রোকুজ্জো সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘পাঁচজনের পরিবার।’
তবে মেসি-রোকুজ্জো দম্পতির তৃতীয় সন্তান ছেলে হবে নাকি মেয়ে? সেটা জানা গেল আজ। অ্যান্তনেলা রোকুজ্জো এক টুইটে জানিয়েছেন সে আবারও ছেলের মা হচ্ছেন।
প্রসঙ্গত, চলতি বছরের মাঝামাঝিতে রোকুজ্জোর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মেসি। জমকালো আয়োজনে আর্জেন্টিনার রোজারিওতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কিং লিও। তাদের বিয়ের অনুষ্ঠান সাড়া ফেলে গোটা বিশ্বে।
ঢাকা, শনিবার, নভেম্বর ৪, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ১৯৬৬ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন