চট্টগ্রামে অস্ত্র-বিস্ফোরক মামলায় দুজনকে ১৮ বছর কারাদণ্ড
বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
চট্টগ্রামে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দুই মামলায় পৃথকভাবে দুই আসামিকে ১৮ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা এ রায় দিয়েছেন। দণ্ডিতরা হলেন ওমর ফারুক ও শওকত হোসেন।
এ বিষয়ে ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম বলেন, ২০০০ সালের ২৮ জুলাই নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ককটেল বিস্ফোরণের পর দুজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
তিনি বলেন, আদালত দুই আসামিকে অস্ত্র আইনে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন। বিস্ফোরক আইনের ৩ ধারায় ৫ বছর এবং ৫ ধারায় ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ২০৮ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন