‘রাঁধতে ভালোবাসি’
শুক্রবার, নভেম্বর ১৭, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
রান্না করা যার শখ। নিজ হাতে প্রায় রান্না করেন তিনি। রান্না করে পরিবারকে নিয়ে খেতে ভীষণ পছন্দ করেন সাবেক এই অজি ক্রিকেটার।
‘রান্না করতে আমি পছন্দ করি। বলতে পারেন এটা আমার শখ। রান্না করি, স্ত্রী, সন্তানদের খেতে দিই। দে লাভ ইট। আই লাভ দ্যাট। আমি আপাদমস্তক ২৪ × ৭ একজন ফ্যামিলিম্যান। পরিবারের লোকজনদের নিয়ে সময় কাটানোর আনন্দই আলাদা।’
এশিয়ার রান্না কী ব্রিসবেনের কিচেনে করা হয়? উত্তরে ম্যাথু হেডেন বলেন, ‘অবশ্যই। ডাল ফ্রাই, বাটার চিকেন রান্না শিখে নিয়েছি। বাড়ির কিচেনেও এখন রান্না করি। সবাই চেটেপুটে খায়।’
২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন হেডেন। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া সফরে তার দুর্বল ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করাই এর প্রধান কারণ। নয় ইনিংসের কোনটিতেই তিনি ১৫ রানের বেশি করতে পারেননি।
অবসরের ঘোষণার পর সতীর্থ রিকি পন্টিং অস্ট্রেলীয় ক্রিকেটে তার অবদানের কথা স্বীকার করেন। পাশাপাশি তিনি সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তার সাথে জাস্টিন ল্যাঙ্গারের কথাও একবাক্যে স্বীকার করেন।
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৭, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ২৯৭ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন