লুলিয়াকে ভোলেননি সালমান
রবিবার, নভেম্বর ১৯, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
সদ্য ভারতে ফিরেছেন লুলিয়া ভানটুর।
সালমান খানের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভাল কিছু না চললেও, সালমান লুলিয়াকে একেবারে ত্যাগ করেননি।
আর লুলিয়াও বন্যায় ঘাস ধরে ঝুলে আছেন। কিন্তু এবার মজা হচ্ছে, লুলিয়ার প্রচেষ্টা সালমানের কাছে বিশেষ পাত্তা পাচ্ছে না।
সালমান পরিষ্কার বলে দিয়েছেন, লুলিয়াকে কাজ করে যেতে হবে। এক তো সালমান এখন প্রচণ্ড ব্যস্ত কাজ নিয়ে। তাকে লুলিয়া পাবেন না। তার বক্তব্য, ওয়র্কভিসা নিয়ে এদেশে এসেছেন লুলিয়া, কাজ না করে বসে থাকার কোনও মানেই হয় না।
তবে তিনি মোটেই কাজ খুঁজে দিতে পারবেন না। নিজের উপর ভরসা করেই লুলিয়াকে কাজ চালিয়ে নিতে হবে।
ঢাকা, রবিবার, নভেম্বর ১৯, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ৭৭৬ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন