বিপজ্জনক কাজটা করে তিনি মহাখুশি
সোমবার, ডিসেম্বর ৪, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির এমন এক পাগল ভক্তের সন্ধান পাওয়া গেছে, যিনি তার প্রিয় তারকার জন্য নিজেকে সঁপে দিয়েছেন ছুরি-কাঁচির নিচে। জোলির এই পাগল ভক্তের নাম সাহার তাবার।
বাইশ বছর বয়সী এই নারী বাস করেন ইরানের রাজধানী তেহরানে। ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় এই নারী। বেশ কয়েকদিন ধরে তিনি ইনস্টাগ্রামে কিছু ছবি আপলোড করছেন। তার ছবিগুলো দেখে সবার চোখ রীতিমতো কপালে উঠেছে। অ্যাঞ্জেলিনা জোলির মতো টানা টানা চোখ, তীক্ষ্ণ নাক এবং জোলির বিখ্যাত পাউট করা মুখের মতো দেখাচ্ছে।
সাহার তাবার দাবি করছেনে, প্রিয় তারকার প্রতি ভালোবাসা থেকেই তিনি এমনটা করেছেন। তবে তাকে এর জন্য ৫০ বার অস্ত্রোপচার করাতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো ছড়ানোর পর মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে যে যাই বলুক সাহার তাবার কিন্তু এগুলো একদম গায়ে মাখছেন না। তিনি মহাখুশি। কারণ তিনি এটাকে তার প্রিয় তারকার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই দেখছেন।
ঢাকা, সোমবার, ডিসেম্বর ৪, ২০১৭ (বিডিলাইভ২৪) //
পি ডি
এই লেখাটি ৬৪৭ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন