কোর্টে ফিরলেন সেরেনা
মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
মা হওয়া আর বিয়ে করার কিছুদিনের মধ্যেই কোর্টে নেমে পড়লেন সেরেনা উইলিয়ামস।
ওয়াশিংটনে সাউথইস্ট টেনিস অ্যান্ড লার্নিং সেন্টারে, সেরেনা একা নন, সঙ্গে ছিলেন তার বোন ভেনাসও।
সচেতনতা বৃদ্ধিতে দুই বোন মিলে ‘আ ফ্যামিলি এফেয়ার’ নামে একটি চ্যারিটি ইভেন্ট করেন। ওয়াশিংটনে মেট্রো অঞ্চলে হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে সচেতন করাই ছিল উদ্দেশ্য।
কম্পটনের ‘ইয়েটুন্ডে প্রাইস রিসোর্স সেন্টার’–কে দেওয়া হয় এই চ্যারিটি থেকে সংগৃহিত অর্থ। ইয়েটুন্ডে প্রাইস, সেরেনা আর ভেনাসের সৎ দিদি।
২০০৩ সালে যাকে গুলি করে খুন করা হয়েছিল। দিদির নামে ২০১৬ সালে সেরেনারা ‘ইয়েটুন্ডে প্রাইস রিসোর্স সেন্টার’ খোলেন। যার মূল উদ্দেশ্যই হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করা।
ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ৪০৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন