মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতচলতি বছররে কুরবানির ঈদে চ্যানেল নাইনে প্রচারিত হয়েছিল মিজানুর রহমান আরিয়ানের টেলিফিল্ম 'বড় ছেলে'। টিভিতে প্রচারের পর থেকেই কারণে-অকারণে আলোচনার তুঙ্গে থাকা 'বড় ছেলে' নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনকি ট্রলও করেছে মানুষ।
মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে সাজানো নাটকটির প্রধান দুই চরিত্র অভিনয় করেছিলেন অপূর্ব ও মেহজাবিন। এদিকে এই নাটকের একটি গান দর্শক জনপ্রিয়তার তুঙ্গে। 'তাই তোমার খেয়াল' নামে গানটির সুর ও সঙ্গীত করেছেন সাজিদ সরকার, গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী মিফতাহ জামান।
৭ সেপ্টেম্বর শুধু এই গানটিই আলাদা ভাবে ইউটিউবে প্রকাশ করা হয়। নাটকটির পাশাপাশি তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই গানটিও। গানটি ইউটিউবে ৫৬ লাখ ৮৩ হাজার ৪'শ ৭২ এর বেশি ভিউ হয়েছে।
শিরোনামঃ তাই তোমার খেয়াল
কন্ঠঃ মিফতাহ জামান
কথাঃ সোমেশ্বর আলী
সুরঃ সাজিদ সরকার
সঙ্গীতঃ সাজিদ সরকার
টেলিফিল্মঃ বড় ছেলে
এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম
মনে হয় তোমায় পেলাম।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
হয়তো তাঁরার দেশে, হয়তো মেঘের শেষে,
আলো জ্বলে আলো নেভে, তোমার কথা ভেবে
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।
আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন