১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমালয়েশিয়ায় ওয়েসিস কলেজের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ছিলেন পাঁচ বাংলাদেশিও।
ইউনিভার্সিটি মালয়া’র প্রধান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সমাবর্তন। রোববার স্থানীয় সময় সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। সমাবর্তনের এ অনুষ্ঠানে মধ্যমনি হিসাবে ছিলেন ওয়েসিস কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তান শ্রী দাতু এনজি টেক ফং। ছিলেন ইউকেএম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ইমিরিটাস তান শ্রী দাতু ডক্টর মো: সালেহ বিন মোহাম্মদ ইয়াসিন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট প্রফেসর ড. ওসমান আব্দুল্লাহ, তানশ্রী ড. হাজি ইয়াহিয়া ইব্রাহিম, ওয়েসিস কলেজের প্রিন্সিপাল মিস ওলিভিয়াসহ অনেকে।
কলেজটি চার’শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে এ বছর ৪৪ জন গ্রাজুয়েশনকে সমাবর্তন দেয়া হয় যার মধ্যে পাঁচ বাংলাদেশীও রয়েছে। কৃতিত্বের সঙ্গে বিবিএ সম্পন্ন করায় বাংলাদেশিদের মধ্যে তিন জনকে বিশেষভাবে সম্মানিত করেছে কলেজ কতৃপক্ষ।
বিশেষভাবে সম্মানিত শিক্ষার্থীরা হলেন নোয়াখালির শাকিল নুর, জকিগঞ্জ সিলেটের আখলাক আহমদ আরিফ ও টঙ্গী গাজীপুরের ইউসুফ হোসেইন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন