১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতইংরেজিতে কাছে আসতে বললেই হলো৷ ঠিক সাঁতরে চলে আসবে আপনার কাছে৷ তবে সেটিকে ধরার সাহস করবেন যা যেন৷ কারণ বলছি এক কুমিরের কথা৷
কুমিরের নাম রোমিও৷ থাকে বিশাল এক পুকুরে৷ কেউ যদি সেই পুকুরের পাড়ে গিয়ে, ‘রোমিও, কাম হিয়ার' বলে ডাকতে শুরু করে, তাহলে সেটি পুকুর যে প্রান্তেই থাকুক না কেন ঠিক এসে হাজির হবে যিনি ডাকছেন তাঁর সামনে৷
বাংলাদেশের খুলনার করমজলে বাস করে রোমিও৷ সুন্দরবনে কুমিরের সংখ্যা বাড়াতে রোমিওকে রাখা হয়েছে সেখানকার কুমির প্রজনন কেন্দ্রে৷ রোমিও-র সঙ্গী হিসেবে সেখানে আছে জুলিয়েট এবং পিলপিল৷ আর সেগুলো ইংরেজি বেশ ভালোই বোঝে৷ ডাকলেই হাজির হয় পুকুরের পাড়ে৷
রোমিও আর সেটির সঙ্গিনীদের কল্যাণে সুন্দরবনে কুমিরের সংখ্যা ক্রমশই বাড়ছে৷ ফলে প্রজনন কেন্দ্রে সেগুলো পায় বাড়তি খাতির৷ তবে সেগুলোকে রাখা হয় মানুষের কাছ থেকে নিরাপদ দূরত্বে৷ কেননা, ইংরেজিতে ডাকলে হাজির হওয়ার পাশাপাশি সুযোগ পেলে কামড়েও দেয় কুমিরগুলো৷
সূত্র: ডয়েচে ভেলে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন