মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতবাংলাদেশের একজন বিজ্ঞানী বলছেন, তিনি এমন একটি ঘাসের সন্ধান পেয়েছেন যা দিয়ে নদীর তীর, পাহাড়ি ঢাল, রাস্তা-ঘাট, সমুদ্র তীরবর্তী এলাকা রক্ষা করা সম্ভব।
এছাড়াও এই ঘাসকে বিকল্প আবাসন বা স্বল্প খরচে বাড়ি ঘর নির্মাণেও ব্যবহার করা যায়। এখানেই শেষ নয়, এই ঘাস দিয়ে নদীর দূষণ প্রতিরোধ করাও সম্ভব বলে তিনি দাবী করছেন।
এই ঘাসটির নাম বিন্না ঘাস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের একজন শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম এই বিন্না ঘাস নিয়ে প্রায় এক দশক ধরে গবেষণা করছেন।
পৃথিবীর আরো কয়েকটি দেশেও এই ভেটিভার ঘাসটিকে নিয়ে গবেষণা চলছে। ড. ইসলাম এই ঘাসটির নাম দিয়েছেন 'জাদুর ঘাস।'
বিজ্ঞানী ড. ইসলাম বলছেন, বিন্না ঘাসের লম্বা মূল বা শেকড় খুব দ্রুত মাটির গভীরে ঢুকে, মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে।
তার গবেষণায় বলা হচ্ছে, এই ঘাসের একটি শেকড়ের সহনশক্তি ইস্পাতের ছয় ভাগের এক ভাগ। অর্থাৎ ছ'টি শেকড় একসঙ্গে জোড়া দিলে সেটি একটি ইস্পাতের মতোই শক্তিশালী।
প্রচণ্ড ঠাণ্ডা ও তীব্র গরমে অর্থাৎ প্রতিকূল পরিবেশেও এই ঘাস বেঁচে থাকতে পারে। পানিতে ডুবে থাকলেও পচে না। এবং টিকে থাকতে পারে লবণাক্ত পানিতেও।
বিন্না ঘাসের ওপর গবেষণা করে ড. ইসলাম বেশ কিছু আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন। তার এই গবেষণা বহু আন্তর্জাতিক জর্নালেও প্রকাশিত হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন