মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতমায়ের মৃত্যুর ১০ দিন পর জন্ম নিয়েছে এক শিশু। ৩৩ বছর বয়সী নম্ভেলোসি নামের এক নারীর মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি 'ফিউনেরাল হাউস'এ রাখা হয়। ১০ দিন পর সেখানকার কর্মীরা ওই নারীর মরদেহে বাক্সের মধ্যে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে দেখতে পায়। তবে ভূমিষ্ঠ হওয়া সন্তানও মৃত। মৃত্যুর আগে ওই নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত শনিবার দক্ষিণ আফ্রিকায় এ ঘটনা ঘটেছে। খবর ডেইলি মেইলের।
লিন্দোকুলে নামের ওই ফিউনেরাল হাউসের মালিক ফান্ডিল মাকালানা বলেন, আমরা খুবই কষ্ট পেয়েছি এবং ভয়ও পেয়েছিলাম। আমি ওই সন্তানের গায়ে হাত দেয়নি। এমনকি ছেলে না মেয়ে তা-ও দেখিনি।
তিনি বলেন, আমি ২০ বছরের বেশি সময় ধরে ফিউনেরাল হাউসের ব্যবসায় আছি। কিন্তু ইতিপূর্বে আমি এমন ঘটনা দেখিনি। শনিবার কফিনের মধ্যে থাকা মা ও সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
নম্ভেলোসির মা মান্দাজালা বলেন, আমাদের মেয়ের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। আমি এমনিতেই আমার মেয়ের মৃত্যুতে কষ্টে আছি। এরপর যখন তার মৃত সন্তান প্রসবের খবর শুনি তখন আমি কষ্টে কুঁকড়ে যাই।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন