মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে আজ।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সস (আইআইএস) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে ক্যাম্পাসে আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে নোবিপ্রবি'র লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইআইএস এর পরিচালক ড. আবদুল্লাহ-আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও বক্তৃতা করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন।
প্রসঙ্গত, ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৫ ফেব্রুয়ারিকে 'গ্রন্থাগার দিবস' হিসেবে ঘোষণা করেছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন