মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিততারা সবাই সুঠাম চেহারার লাস্যময়ী-মোহময়ী। একেকজন দুর্দান্ত সুন্দরী। তারা সবাই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের উপহার।
এরা কি শুধুই চিয়ার গার্ল? নাকি ছদ্মবেশধারী উত্তর কোরিয়ার কমান্ডো বাহিনী উঠছে এই প্রশ্ন।
শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে মোট ২৮০ জনের প্রতিনিধি দল এসেছে দক্ষিণ কোরিয়ায়। তার মধ্যে ২২৯ জনই চিয়ার গার্ল।
আসলে উত্তর কোরিয়ার রহস্যময় গোপন দুনিয়ার কথা কেউ জানতে পারে না। এবার শীতকালীন অলিম্পিকে দেখা গেল কিমের কথিত রক্ষিতাদের। তারা দেশের হয়ে চিয়ার গার্ল হিসেবে পারফর্ম করবেন।
বিভিন্ন সময়ে রটেছে, উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের সংগ্রহে আছে এমন সব সুন্দরী নারী যারা হাসতে হাসতে প্রাণ দিতে পারে। তাদের রূপ জৌলুসে চমকে যেতে হয়। কিমের হারেমে আছে এমনই শয়ে শয়ে নারী। যারা অনেকে মিলে কিমের বিকৃত কামকে চরিতার্থ করেন।
শীতকালীন অলিম্পিক ঘিরে সাড়া পড়েছে দুনিয়ায়। দক্ষিণ কোরিয়ায় হওয়া এই ক্রীড়ানুষ্ঠানে উত্তর কোরিয়ার হয়ে প্রধান অতিথি হয়েছেন কিম জংয়ের বোন কিম ইও জং। তার সঙ্গেই এসেছে চিয়ারগার্লদের টিম। এরা উত্তর কোরিয়ার হয়ে গলা ফাটাবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন