মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতঅবশেষে দেশের বাজারে এলো বহুল প্রতিক্ষিত মোটরসাইকেল হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর।
তিনটি রঙে দেশের বাজারে পাওয়া যাবে হর্নেট ১৬০। মূল্য ১ লাখ ৯৯ হাজার ৮০০।
গতকাল রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে জমকালো আয়োজনে মাধ্যমে দেশের বাজারে সিবি হর্নেট ১৬০ বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
এসময় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউশিরো ইশি বলেন ‘হোন্ডা কোম্পানি শুধু ব্যবসাই করে না। বাংলাদেশের আর্থিক উন্নয়নের চিন্তা করে। মানুষের পাশে দাঁড়ায়। এ দেশে এলো সিবি হর্নেট ১৬০ আর। আমি আশা করবো এটা তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারবে’।
হোন্ডা সিবি হর্নেট আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটিতে পাওয়া যাবে দুর্দান্ত গতি। শক্তিশালী ইঞ্জিন, ডিজাইন ও গতি এই তিনটি জিনিসই বাইকটিকে অনন্যতা দিয়েছে।
হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর বাইকটিতে আছে ১৬২.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এর বিএইচপি ১৫.৬৬। ঘূর্ণন গতি ৮৫০০ আরপিএম। ১৪.৭৬ এনএম@৬৫০০ টর্ক।
এ বাইকটির দুচাকায়ই আছে ডিস্কব্রেক। সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের চাকায় মনো শর্ক অ্যাবসর্ভার ব্যবহার করা হয়েছে। দুই চাকায়ই রয়েছে টিউবলেস টায়ার। অ্যারো ডায়নামিক ডিজাইনে তৈরি বাইকটির থ্রটলেও আছে বৈচিত্র্য। এর ফুয়েল ট্যাংককে আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে বডি গ্রাফিক্সের সঙ্গে মিল রেখে।
হোন্ডা দাবি করছে, এই বাইকটিতে ৪০-৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন