১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনকিয়ার নতুন ফোনে পাঁচটি লেন্স যুক্ত হতে যাচ্ছে এমন খবর অনেক আগেই ফাঁস হয়েছে। তবে কোন ফোনে এই ক্যামেরা সিস্টেম থাকবে তা নিয়ে ছিলো জল্পনা-কল্পনা। এবার জানা গেল, নকিয়া ৮ এর নতুন সংস্করণ নকিয়া ৮ প্রো ফোনটিতে থাকবে পাঁচটি লেন্স।
লেন্স ৫টি হলেও ক্যামেরার সেন্সর থাকবে দুটি। লেন্সগুলোর বিশেষত্ব হলো সেগুলো ঘুরে ঘুরে প্রয়োজন অনুযায়ী ক্যামেরার সামনে চলে আসবে। এর ফলে ব্যাক ক্যামেরায় বিভিন্ন পরিমাণে জুম ও ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার সুবিধা পাওয়া যাবে। নকিয়া ৮ প্রো ছাড়াও একই সময় বাজারে আসছে নকিয়া ৯।
দুটি ফোনেই থাকছে গ্লাস ব্যাক, পেছনে ক্যামেরার নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নকিয়া ৯ এর পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা। তবে কোনো রোটেটিং জুম ক্যামেরা এতে থাকছে না। নকিয়া ৮ প্রো এর ডিসপ্লের আকৃতিও নকিয়া ৯ এর চাইতে বড় ও ১৮:৯ অনুপাতের হতে যাচ্ছে। ফোনটির ভেতরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।
ফলে ফ্ল্যাগশিপ পারফরমেন্সের সঙ্গে সামঞ্জস্য রেখে এর মূল্যও কিছুটা বেশি হতে পারে। নকিয়া ৯, ৮ প্রো ও আরো বেশ কিছু ফোন নিয়ে নির্মাতা এইচএমডি গ্লোবাল এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ইভেন্টটি শুরু হবে। বাকি তথ্য তখনই পাওয়া যাবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন